যুদ্ধ অনিবার্য করে তুলছে যুক্তরাষ্ট্র: উন
উত্তর কোরিয়া তিনটি নতুন গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণ, সামরিক ড্রোন তৈরি এবং ২০২৪ সালে তার পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। কারণ দেশটির শীর্ষনেতা কিম জং উন জানিয়েছেন, মার্কিন নীতি যুদ্ধকে অনিবার্য করে তুলছে। রোববার দেশটির সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, আগামী বছরের জন্য অর্থনৈতিক, সামরিক এবং পররাষ্ট্র নীতির লক্ষ্য নির্ধারণ করতে ক্ষমতাসীন দলের পাঁচ দিনের বৈঠকে দীর্ঘ মন্তব্যে কিম ওয়াশিংটনের প্রতি কটাক্ষ করেছেন।
কিম জং উন বলেছেন, ‘আমাদের আক্রমণ করার জন্য শত্রুদের বেপরোয়া পদক্ষেপের কারণে কোরীয় উপদ্বীপে যে কোনও সময় যুদ্ধ শুরু হতে পারে।’
তিনি সামরিক বাহিনীকে ‘দক্ষিণ কোরিয়ার সমগ্র ভূখণ্ডকে শান্ত করার’ জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে পারমাণবিক বোমাসহ যেকোনো উপায়ে দক্ষিণ কোরিয়ার আক্রমণের জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন উন।
ঢাকা/শাহেদ