ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

জাপানে শক্তিশালী ভূমিকম্প: উ. কোরিয়া-রাশিয়াতেও সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ১ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৬:৩৮, ১ জানুয়ারি ২০২৪
জাপানে শক্তিশালী ভূমিকম্প: উ. কোরিয়া-রাশিয়াতেও সুনামি সতর্কতা জারি

নতুন বছরের প্রথম দিনেই জাপানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাতে হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পনের মাত্রা ৭ দশমিক ৬। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করে বাসিন্দাদের জাপান সাগরের উপকূল সংলগ্ন এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে। 

অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে, জাপান সাগরের উপকূলের কিছু অংশে ইতিমধ্যে এক মিটার উঁচু সুনামি আঘাত হেনেছে, আরও উঁচু ঢেউ আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে। 

জাপানের আবহাওয়া সংস্থা জাপান সাগরের উপকূলীয় প্রিফেকচার ইশিকাওয়া, নিগাতা ও তোয়ামাতে সুনামি সতর্কতা জারি করেছে। 

আবহাওয়া সংস্থার পূর্বাভাসে বলা হয়েছে, সুনামির জলোচ্ছ্বাসের সময় এসব এলাকায় সমুদ্রের ঢেউ ৫ মিটারের (১৬ ফুটের কিছু বেশি) অধিক উচ্চতায় উঠতে পারে।  

এদিকে এর জেরে উত্তর কোরিয়া এবং রাশিয়ার কিছু অংশেও ১ মিটার (৩ ফটু) উচ্চতার ঢেউয়ের সতর্কতাও জারি করা হয়েছে। রাশিয়ান কর্মকর্তারা সাখালিন দ্বীপে সুনামি সতর্কতা জারি করেছেন। দ্বীপের পশ্চিম উপকূল সুনামি আঘাত হানতে পারে বলে স্থানীয়দের সতর্ক করা হয়েছে।

নিকটবর্তী দেশ দক্ষিণ কোরিয়ায়, আবহাওয়া সংস্থা পূর্ব উপকূলীয় শহরের বাসিন্দাদের সমুদ্রপৃষ্ঠের সম্ভাব্য পরিবর্তনের দিকে নজর রাখার আহ্বান জানিয়েছে। বড় ধরনের ঢেউ আছড়ে পড়তে পারে বলে বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়