দক্ষিণ কোরিয়ার বিরোধী দলের নেতার ওপর ছুরি হামলা
দক্ষিণ কোরিয়ার বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নেতা লি জায়ে-মিউংয়ের ঘাড়ে ছুরিকাঘাত করেছে এক ব্যক্তি। মঙ্গলবার অটোগ্রাফ চাওয়ার পরে তাকে ছুরি দিয়ে আঘাত করে হয়েছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।
প্রস্তাবিত নতুন বিমানবন্দরের এলাকা পরিদর্শন করার সময় এবং সাংবাদিক ও সমর্থকদের সাথে কথা বলার সময় দক্ষিণাঞ্চলীয় শহর বুসানে আক্রমণ করা হয়েছিল।
দলের মুখপাত্র কওন চিল-সেউং জানিয়েছেন, ৫৯ বছর বয়সী লিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার একটি প্রধান রক্তনালী সেলাইয়ের জন্য অস্ত্রোপচার করা হয়।
এপ্রিলে অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচনের কয়েক সপ্তাহ আগে কওন চিল এই হামলাকে ‘রাজনৈতিক সন্ত্রাস’ বলে নিন্দা জানিয়েছেন।
লি ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে স্বল্প ব্যবধানে পরাজিত হয়েছিলেন। ওই সময় তিনি ঘুষের অভিযোগে বিচারের সম্মুখীন হন যা তিনি অস্বীকার করেছিলেন।
ঢাকা/শাহেদ