দক্ষিণের ‘সামরিক গ্যাংস্টারদের’ বিরুদ্ধে সাগরে গোলা নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া শুক্রবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে লাগোয়া বিতর্কিত সমুদ্র সীমান্তের দুই শতাধিক রাউন্ড আর্টিলারি গুলি ছুড়েছে। উত্তর কোরিয়া পরে জানিয়েছে, তারা সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ কোরিয়ার ‘সামরিক গ্যাংস্টারদের’ সামরিক পদক্ষেপের ‘স্বাভাবিক প্রতিক্রিয়া’ হিসাবে গুলি চালানোর মহড়া করেছে।
পিয়ংইয়ং একইসঙ্গে জানিয়েছে, সিউল উস্কানিমূলক পদক্ষেপ অব্যাহত রাখলে তারা ‘অভূতপূর্ব শক্তিশালী প্রতিক্রিয়া’ দেখাবে।
পিয়ংইয়ংয়ের এই মহড়ার কারণে পশ্চিম সামুদ্রিক সীমান্তে দক্ষিণ কোরিয়ার দুটি প্রত্যন্ত দ্বীপের বাসিন্দাদের বোমা আশ্রয়কেন্দ্রে সরে যেতে বাধ্য করেছে। মহড়ার আগেই দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়ার গুলিতে দক্ষিণে কোনো বেসামরিক বা সামরিক ক্ষয়ক্ষতি হয়নি।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী শিন ওন-সিক গুলি চালানোর মহড়ার তদারকি করার সময় বলেছেন, ‘বিষয়টি উত্তেজনার একটি কাজ যা উত্তেজনা বাড়ায় এবং কোরীয় উপদ্বীপে শান্তির জন্য হুমকি।’
ঢাকা/শাহেদ