ইসরায়েলের ওপর টানা রকেট হামলা লেবাননের
লেবানন থেকে শনিবার উত্তর ইসরায়েলে প্রায় ৪০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।
ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, উত্তরে সাইরেন বাজছিল এবং রকেটগুলি পরে মেরন এলাকায় প্রবেশ করে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উত্তর ইসরায়েলের অন্যান্য অংশে কোনো রকেট বা ড্রোন ছোড়া হয়নি।
আইডিএফ আরও জানিয়েছে, লেবাননের ভূখণ্ড থেকে একটি ‘সন্ত্রাসী স্কোয়াড’ আক্রমণ চালিয়েছে।
লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলে রকেট ছুঁড়েছে। হামাসের ডেপুটি চিফ সালেহ আল-আরোরিকে হত্যার ‘প্রাথমিক প্রতিক্রিয়া’ হিসাবে ৬২ টি রকেট দিয়ে একটি গুরুত্বপূর্ণ ইসরায়েলি পর্যবেক্ষণ পোস্টে আঘাত করেছে।
ঢাকা/শাহেদ