ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

‘প্রযুক্তি শিল্পে মুসলিমরা গাজার যুদ্ধ নিয়ে কথা বলতে অস্বস্তি বোধ করছেন’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪২, ৬ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৮:৪২, ৬ জানুয়ারি ২০২৪
‘প্রযুক্তি শিল্পে মুসলিমরা গাজার যুদ্ধ নিয়ে কথা বলতে অস্বস্তি বোধ করছেন’

ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান জানিয়েছেন, গাজায় চলমান যুদ্ধের কারণে প্রযুক্তি শিল্পে মুসলিম এবং আরব সম্প্রদায়ের সদস্যরা তাদের সাম্প্রতিক অভিজ্ঞতা সম্পর্কে কথা বলতে অস্বস্তি বোধ করছেন।

অল্টম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘প্রযুক্তি সম্প্রদায়ের মুসলিম এবং আরব (বিশেষ করে ফিলিস্তিনি) সহকর্মীরা যাদের সাথে আমি কথা বলেছি তারা তাদের সাম্প্রতিক অভিজ্ঞতা সম্পর্কে কথা বলতে অস্বস্তি বোধ করেন, প্রায়শই প্রতিশোধ নেওয়ার ভয়ে এবং ক্যারিয়ারের সম্ভাবনা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায়।’

এক্স-এর একজন ব্যবহারকারী এক প্রশ্ন অল্টম্যানের কাছে জানতে চান, তিনি ইহুদি সম্প্রদায়ের অভিজ্ঞতা সম্পর্কে কেমন অনুভব করেছেন।

অল্টম্যান উত্তর দিয়েছিলেন, ‘আমি ইহুদি। আমি বিশ্বাস করি, ইহুদিবিদ্বেষ বিশ্বের একটি উল্লেখযোগ্য ও ক্রমবর্ধমান সমস্যা এবং আমি আমাদের শিল্পের অনেক লোককে আমার পক্ষে থাকতে দেখছি, যা আমি গভীরভাবে উপলব্ধি করি। আমি মুসলমানদের জন্য এর চেয়ে অনেক কম সহানুভূতি দেখি।’

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়