ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

গাজার শাসনে ভূমিকা রাখতে আরব দেশগুলোকে চাপ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৭, ৭ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৬:০৬, ৭ জানুয়ারি ২০২৪
গাজার শাসনে ভূমিকা রাখতে আরব দেশগুলোকে চাপ যুক্তরাষ্ট্রের

গাজা পরিচালনায় ভবিষ্যত ভূমিকা পালনের জন্য আরব দেশগুলোকে চাপ দিচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এ ব্যাপারে সরাসরি কথা বলার জন্য শনিবার রাতে আরব দেশগুলো সফর শুরু করেছেন তিনি।

ব্লিঙ্কেন শনিবার গভীর রাতে জর্ডানে পৌঁছেছেন। সেখানে তিনি বাদশাহ আব্দুল্লারহ সঙ্গে বৈঠক করেছেন। তিনি কাতার ও সংযুক্ত আরব আমিরাতে রোববার সফর করবেন। 

মার্কিন পরররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভ্রমণকারী মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, ব্লিঙ্কেন এই সফরগুলোতে দ্বিধাগ্রস্ত মুসলিম দেশগুলোকে গাজার পুনর্গঠন, শাসন এবং নিরাপত্তায় ভূমিকা রাখার জন্য চাপ দেবেন। মার্কিন প্রতিনিধি দল আগামী দিনে ইসরায়েলের কাছে গাজার ভবিষ্যতের সংবেদনশীল ইস্যুতে আরব রাষ্ট্রগুলোর মনোভাব তুলে ধরবে।

আরো পড়ুন:

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বৃহস্পতিবার জানিয়েছিলেন, ইউরোপীয় ইউনিয়ন এবং আঞ্চলিক অংশীদারদের সাথে অংশীদারিত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি বহুজাতিক টাস্ক ফোর্স গাজায় পুনর্বাসনের দায়িত্ব নিতে পারে। তবে ইসরায়েল গাজায় তার অপারেশনাল স্বাধীনতা বজায় রাখবে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়