ঢাকা     শুক্রবার   ২৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১২ ১৪৩১

শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ অগ্রগতি বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ১১ জানুয়ারি ২০২৪  
শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ অগ্রগতি বাংলাদেশের

চলতি বছরের শুরুতেই বৈশ্বিক শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। হেনলি পাসপোর্ট ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় এ তথ্য জানানো হয়েছে।

তালিকায় এক থেকে পাঁচের মধ্যে রয়েছে যথাক্রমে ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও সিঙ্গাপুর।

গত বছর শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৮তম। চলতি বছর এক ধাপ এগিয়ে ৯৭তম অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। তালিকায় এই অবস্থানে বাংলাদেশের সঙ্গে যুগ্মভাবে রয়েছে উত্তর কোরিয়া। গত বছর অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে এক ধাপ এগিয়ে ৯৬তম অবস্থানে রয়েছে।

হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুসারে, বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৪২টি দেশে ভিসা না নিয়ে ভ্রমণ করতে পারবেন।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়