ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

হুতিদের ওপর আক্রমণের পর তেলের দাম বেড়েছে ৪ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ১২ জানুয়ারি ২০২৪  
হুতিদের ওপর আক্রমণের পর তেলের দাম বেড়েছে ৪ শতাংশ

ইয়েমেনে হুতিদের ওপর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পরপর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশ বেড়ে গেছে। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম বর্তমানে ৮০ দশমিক ৫৫ ডলার। 

শুক্রবার ইয়েমেনে হামলা চালায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। এই হামলার পরপর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা ছড়িয়ে পড়ে। এর ফলে এই অঞ্চল থেকে তেল সরবরাহ হুমকির মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। হুতিদের আক্রমণ লোহিত সাগরে কেন্দ্রীভূত হয়েছে। কিন্তু বিশ্লেষকদের ধারণা, যদি ইরান সংঘাতে জড়িয়ে পড়ে এবং হরমুজ প্রণালীতে সংঘাত ছড়িয়ে পড়ে তবে তেল সরবরাহে আরও উল্লেখযোগ্য প্রভাব পড়বে।

আরো পড়ুন:

ব্যাঙ্ক আইএনজি-এর বিশ্লেষকদের মতে, প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ করা হয়, যা বিশ্বব্যাপী ব্যবহারের ২০ শতাংশের সমান।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়