ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ইয়েমেনে ফের যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ১৩ জানুয়ারি ২০২৪   আপডেট: ১২:৪৫, ১৩ জানুয়ারি ২০২৪
ইয়েমেনে ফের যুক্তরাষ্ট্রের হামলা

যুক্তরাষ্ট্র ইয়েমেনে ফের বিমান হামলা চালিয়েছে। দুই মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন লোহিত সাগরে জাহাজ চলাচল রক্ষা করার ঘোষণা দেওয়ার পর ইয়েমেনের হুতি বাহিনীর ওপর স্থানীয় সময় শুক্রবার ভোরে নতুন হামলা পরিচালনা করা হয়েছে। 

সর্বশেষ হামলাটি হুতিদের একটি রাডার সাইট লক্ষ্য করে চালানো হয় বলে মার্কিন কর্মকর্তাদের একজন রয়টার্সকে বলেছেন। এর একদিন আগেই ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর কয়েক ডজন স্থাপনায় যৌথ হামলা চালিয়েছিল মার্কিন এবং বিট্রিশ সামরিক বাহিনী। 

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা ইয়েমেনে হামলার ব্যাপারে রয়টার্সকে বিস্তারিত কিছু জানাননি। তবে প্রত্যক্ষদর্শীরা শুক্রবার ইয়েমেনের রাজধানী সানা, তৃতীয় বৃহত্তম শহর তাইজের বিমানবন্দরের কাছে সামরিক ঘাঁটি, প্রধান লোহিত সাগর বন্দর হোদেইদাহের একটি নৌ ঘাঁটি এবং উপকূলীয় হাজ্জাহর সামরিক স্থানগুলোতে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

হুতি টিভি চ্যানেল আল-মাসিরাহর খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইয়েমেনের রাজধানী সানায় অভিযান চালিয়েছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার হামলার প্রথম দিনে ইয়েমেন জুড়ে হুতিদের ২৮টি স্থানে হামলা চালায় মার্কিন-ব্রিটিশ যুদ্ধবিমান, জাহাজ ও সাবমেরিন। ওই হামলায় লক্ষ্যবস্তু ছিল ৬০টিরও বেশি। দ্বিতীয় দিনের হামলাটি মার্কিন সামরিক বাহিনী হুতিদের একটি রাডার সাইটকে টার্গেট করে চালিয়েছে। লোহিত সাগরে হুতিদের আক্রমণ থামাতে মার্কিন সামরিক প্রচেষ্টায় রাডার অবকাঠামো ধ্বংস একটি মূল লক্ষ্য। 

এ ঘটনায় হুতি নেতারা প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, হুতিরা বিশ্বের অন্যতম অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ লোহিত সাগরে বাণিজ্যিক ও সামরিক জাহাজে হামলা বন্ধ না করলে তিনি তাদের ওপর আরও হামলার আদেশ দিতে পারেন।

শুক্রবার পেনসিলভানিয়ায় জো বাইডেন সাংবাদিকদের বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে, আমরা হুতিদের প্রতিক্রিয়া জানাবো, যদি তারা এই আপত্তিজনক আচরণ চালিয়ে যায়।’

প্রায় এক দশক ধরে ইয়েমেনের বেশিরভাগ অঞ্চল নিয়ন্ত্রণকারী সশস্ত্র হুতি গোষ্ঠী জানিয়েছে, মার্কিন-বিট্রিশ হামলায় তাদের পাঁচজন যোদ্ধা নিহত হয়েছে। তারা লোহিত সাগরে জাহাজে তাদের আক্রমণ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। 

হুতি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল-হুথি বলেছেন, ‘ইয়েমেনে হামলার ঘটনা সন্ত্রাসবাদ। মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে শয়তান।’

হুতিদের আল-মাসিরাহ টিভিতে ড্রোন ফুটেজে দেখা গেছে, সানায় কয়েক হাজার মানুষ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নিন্দা করে স্লোগান দিচ্ছে।

দুই মাস ধরে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট ও ইসরায়েলগামী জাহাজে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হুতিরা। হুতিদের দাবি, গাজায় ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে তারা এ হামলা চালাচ্ছে। 

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়