ইসরায়েলকে সৌদি আরব স্বীকৃতি দিতে পারে, তবে...
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্রীয় মর্যাদাসহ একটি ব্যাপক চুক্তিতে পৌঁছানো গেলে রিয়াদ ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারে। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে প্রিন্স ফয়সাল বিন ফারহান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা একমত যে আঞ্চলিক শান্তির মধ্যে ইসরায়েলের জন্য শান্তিও অন্তর্ভুক্ত। তবে এটি শুধুমাত্র একটি ফিলিস্তিনি রাষ্ট্রের মাধ্যমে ফিলিস্তিনিদের জন্য শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে ঘটতে পারে।’
বৃহত্তর রাজনৈতিক চুক্তির অংশ হিসেবে তখন সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই।’
প্রিন্স ফয়সাল জানান, একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে আঞ্চলিক শান্তি নিশ্চিত করতে ‘আমরা সত্যিই মার্কিন প্রশাসনের সাথে কাজ করছি এবং এটি গাজার প্রেক্ষাপটে আরও বেশি প্রাসঙ্গিক।’
ঢাকা/শাহেদ