ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

গাজায় বেসামরিকরা মরছে, বিশ্ব এক পাশে দাঁড়িয়ে আছে: গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২০, ১৭ জানুয়ারি ২০২৪   আপডেট: ২১:৩০, ১৭ জানুয়ারি ২০২৪
গাজায় বেসামরিকরা মরছে, বিশ্ব এক পাশে দাঁড়িয়ে আছে: গুতেরেস

জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, গাজায় যখন বোমাবর্ষণ করে নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে, পঙ্গু করা হচ্ছে, তাদের বাড়িঘর থেকে জোর করে বের করে দেওয়া হচ্ছে তখন বিশ্ব একপাশে দাঁড়িয়ে আছে। বুধবার দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তিনি এ কথা বলেছেন।

আবারও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আবেদন জানিয়ে গুতেরেস বলেছেন, গাজার যুদ্ধরত পক্ষগুলি স্পষ্টতই ‘আন্তর্জাতিক আইন উপেক্ষা করছে’, যার ফলে মানুষের দুর্ভোগ বাড়ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় এটি বন্ধ করতে খুব কমই কাজ করেছে।

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘বিশ্ব এক পাশে দাঁড়িয়ে আছে, যখন বোমাবর্ষণে বেসামরিক নাগরিক, যাদের বেশিরভাগই নারী ও শিশু নিহত হচ্ছে, পঙ্গু হচ্ছে, তাদের বাড়িঘর থেকে জোর করে বের করে দেওয়া হচ্ছে এবং তারা মানবিক সহায়তার প্রবেশাধিকার থেকে বঞ্চিত।’

তিনি  বলেন, ‘আমি গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির জন্য এবং ইসরায়েলি ও ফিলিস্তিনিদের টেকসই শান্তির দিকে নিয়ে যায় সেই দ্বি-রাষ্ট্রীয় সমাধান প্রক্রিয়ার জন্য আমার আহ্বানের পুনরাবৃত্তি করছি।’
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়