ঢাকা     বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১০ ১৪৩১

এবার ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ১৮ জানুয়ারি ২০২৪   আপডেট: ১২:৩৮, ১৮ জানুয়ারি ২০২৪
এবার ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো পাকিস্তান

জইশ আল-আদল গ্রুপের সদর দপ্তরে হামলার জন্য তেহরানকে সতর্ক করার এক দিন পরই বৃহস্পতিবার পাকিস্তান ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অভ্যন্তরে সাতটি অবস্থানকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে পাকিস্তান। 

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আজ সকালে পাকিস্তান ইরানের সিস্তান-ও-বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী ঘাঁটিগুলোর বিরুদ্ধে অত্যন্ত সমন্বিত এবং বিশেষভাবে লক্ষ্যবস্তুতে নিখুঁত সামরিক হামলা চালানো হয়েছে। এ অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে।

ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সিস্তান-ও-বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে পাকিস্তান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, এতে তিন নারী ও চার শিশু নিহত হয়েছে। নিহতদের কেউ ইরানি নন।

মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পঞ্জগুর শহরে ইরানি হামলায় দুই শিশু নিহত ও আরও তিনজন আহত হয়েছে বলে ইসলামাবাদ জানিয়েছিল।

পাল্টা-পাল্টি এ হামলার ঘটনায় মুসলিম প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়