ঢাকা     সোমবার   ০৭ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২২ ১৪৩১

মেঝেতে ঘুমাচ্ছেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১০, ১৮ জানুয়ারি ২০২৪  
মেঝেতে ঘুমাচ্ছেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণের আগে কঠোরভাবে কিছু নিয়ম এবং আচার-অনুষ্ঠান পালন করছেন। তিনি আচারের জন্য ‘যম নিয়ম’ কঠোরভাবে অনুসরণ করছেন।

মোদির ১১ দিনের আচারের মধ্যে রয়েছে তপস্যা এবং ধ্যানের মাধ্যমে মন ও শরীরকে শুদ্ধ করা। এর অংশ হিসাবে বিশেষ ‘সাত্ত্বিক’ ডায়েট মেনে চলছেন তিনি। সেই হিসাবে তার খাদ্যের মেন্যু থেকে পেঁয়াজ, রসুন এবং অন্যান্য বেশ কয়েকটি আইটেম বাদ দেওয়া হয়েছে।

সূত্রের বরাত দিয়ে এনডিটিভি অনলাইন জানিয়েছে, প্রধানমন্ত্রী শুধু কম্বল গায়ে মেঝেতে ঘুমাচ্ছেন এবং শুধু নারকেলের পানি পান করছেন।

আরো পড়ুন:

১২ জানুয়ারি থেকে মন্দিরের পবিত্রতার আচার শুরু হয়েছে। ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী মোদি ‘প্রাণ প্রতিষ্ঠা’ এর পূজা করবেন। লক্ষ্মীকান্ত দীক্ষিতের নেতৃত্বে পুরোহিতদের একটি দল প্রাণ প্রতিষ্ঠার মূল আচার সম্পাদন করবেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়