ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

সিরিয়ায় ইসরায়েলের হামলায় ইরানের ৪ সামরিক কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৮, ২০ জানুয়ারি ২০২৪  
সিরিয়ায় ইসরায়েলের হামলায় ইরানের ৪ সামরিক কর্মকর্তা নিহত

সিরিয়ার রাজধানীতে ইসরায়েলের বিমান হামলায় ইরানের নিরাপত্তা বাহিনীর চার জ্যেষ্ঠ সদস্য নিহত হয়েছেন। শনিবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড এ তথ্য জানিয়েছে।

ইসলামি বিপ্লবী গার্ড জানিয়েছে,  চারজন সামরিক উপদেষ্টার পাশাপাশি সিরিয়ার সেনাবাহিনীর অনেক সদস্য নিহত হয়েছে।

এ ব্যাপারে ইসরায়েল কোনো মন্তব্য করেনি। কয়েক বছর ধরে সিরিয়ায় ইরান সম্পর্কিত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ৭ অক্টোবর ইসরায়েল-গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ ধরনের হামলা আরও তীব্র হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে, হামলাগুলো ইসরায়েলের ‘আক্রমনাত্মক এবং উস্কানিমূলক’ কাজ।

শনিবারের হামলাটি দক্ষিণ-পশ্চিম দামেস্কের মাজেহ এলাকায় চালানো হয়েছে।

ইরানের মেহর বার্তা সংস্থা জানিয়েছে, হামলায় আইআরজিসির সিরিয়া গোয়েন্দা প্রধান, তার ডেপুটি এবং বিপ্লবী বাহিনীর অন্য দুই সদস্য নিহত হয়েছেন।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এই হামলায় বিপ্লবী বাহিনীর নেতাসহ ১০ জন নিহত হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়