ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

দোনেৎস্কে ইউক্রেনের হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৭, ২১ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৬:৪৭, ২১ জানুয়ারি ২০২৪
দোনেৎস্কে ইউক্রেনের হামলায় নিহত ৮

পূর্ব ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত শহর দোনেৎস্কে ইউক্রেনের হামলায় ৮ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। দোনেৎস্কে রাশিয়ার নিযুক্ত মেয়র আলেক্সি কুলেমজিন এ তথ্য জানিয়েছেন।  

রয়টার্সের খবরে বলা হয়েছে, দোকান ও বাজার রযেছে এমন একটি ব্যস্ত এলাকায় ইউক্রেনীয় বাহিনী গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছেন দোনেৎস্কের মস্কো নিযুক্ত প্রধান অ্যালেক্সি কুলেমজিন। 

টেলিগ্রামে এক পোস্টে অ্যালেক্সি কুলেমজিন বলেছেন, ‘প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, আজ দেনেৎস্কে গোলাগুলির ফলে আটজন বেসামরিক লোক নিহত হয়েছে। আহতের সংখ্যা এখনো নির্দিষ্টভাবে জানা যায়নি। তাদের ব্যাপারে হিসাব চলছে।’ 

ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়া অঞ্চলগুলো পুরোপুরি বা আংশিক মস্কোর নিয়ন্ত্রণে রয়েছে, যার আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় ১৫ শতাংশ। ২০২২ সালে রুশ-নিয়ন্ত্রিত ইউক্রেনের এই চারটি অঞ্চল গণভোটে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছিল।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়