ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

শিগগিরই উত্তর কোরিয়া যাবেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ২১ জানুয়ারি ২০২৪  
শিগগিরই উত্তর কোরিয়া যাবেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই উত্তর কোরিয়া যাবেন বলে তার ইচ্ছা প্রকাশ করেছেন। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ রোববার জানিয়েছে, গত সপ্তাহে রাশিয়ায় উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুইয়ের সঙ্গে আলাপকালে পুতিন এ ইচ্ছা প্রকাশ করেছেন।

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সহকারী অফিসের বরাত দিয়ে কেসিএনএন জানিয়েছে, পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে সফরের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন।

দুই দশকেরও বেশি সময়ের মধ্যে উত্তর কোরিয়ায় এটি হবে রুশ নেতার প্রথম সফর।

আরো পড়ুন:

সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়ার প্রত্যাশা ছিল কিমের আমন্ত্রণে পুতিন উত্তর কোরিয়া সফর ‘অদূর ভবিষ্যতে’ হবে।

রোববার কেসিএনের কোরিয়ান ভাষার প্রতিবেদনে বলা হয়েছিল, পুতিন শিগগিরই সফর করতে চান। পররাষ্ট্রমন্ত্রী চো সন হুইয়ের সঙ্গে আলাপকালে পুতিন ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়