ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

ইসরায়েলে হামলা ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ ছিল: হামাস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২০, ২১ জানুয়ারি ২০২৪  
ইসরায়েলে হামলা ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ ছিল: হামাস

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে ৭ অক্টোবর ইসরায়েলে হামলা ছিল ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের সব ষড়যন্ত্রের মোকাবিলা করার’ একটি ‘প্রয়োজনীয় পদক্ষেপ।’

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামাস হামলার বিষয়ে ১৬ পৃষ্ঠার একটি প্রতিবেদনে জানিয়েছে, ‘কিছু ত্রুটি ঘটেছে ... ইসরায়েলি নিরাপত্তা ও সামরিক ব্যবস্থার দ্রুত পতন এবং গাজার সীমান্ত এলাকায় বিশৃঙ্খলার কারণে।’

তবে হামাস বলেছে, ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের সব ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ এবং একটি স্বাভাবিক প্রতিক্রিয়া’ ছিল এই হামলা।

এক বিবৃতিতে হামাস ‘গাজার উপর ইসরায়েলি আগ্রাসন অবিলম্বে বন্ধ , পুরো গাজার জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত অপরাধ এবং জাতিগত নিধন বন্ধ করার’ আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা জোর দিচ্ছি যে ফিলিস্তিনি জনগণের তাদের ভবিষ্যত সিদ্ধান্ত নেওয়ার এবং তাদের অভ্যন্তরীণ বিষয়গুলো নিধারণের ক্ষমতা রয়েছে। বিশ্বের কোন পক্ষের ‘তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানিয়েছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় মোট ২৫ হাজার ১০৫ ফিলিস্তিনি নিহত এবং ৬২ হাজার ৬৮১ জন আহত হয়েছে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়