ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

দলের পতাকা নিয়ে তর্কের জেরে ছেলেকে গুলি করে খুন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ২৩ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৭:৪৩, ২৩ জানুয়ারি ২০২৪
দলের পতাকা নিয়ে তর্কের জেরে ছেলেকে গুলি করে খুন

পাকিস্তানের সাধারণ নির্বাচনের আগে কোন রাজনৈতিক দলের পতাকা প্রদর্শন করতে হবে তা নিয়ে মতানৈক্যের জেরে সন্তানকে হত্যা করেছেন এক পিতা। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি কাতার থেকে দেশে ফিরেছিল ৩১ বছর বয়সী ওই তরুণ। তিনি যখন খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারের উপকণ্ঠে পারিবারিক বাড়িতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের পতাকা উত্তোলন করেছিলেন তখন বাবার সঙ্গে বিষয়টি নিয়ে তর্ক শুরু হয়।

জেলা পুলিশ কর্মকর্তা নাসির ফরিদ বলেন, ‘বাবা তার ছেলেকে বাড়িতে পিটিআই পতাকা উত্তোলন করতে নিষেধ করেছিলেন। কিন্তু ছেলে তা নামাতে এবং পিটিআই ত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছিল। এক পর্যায়ে তর্ক বাড়তে থাকে। রাগের মাথায় বাবা তার ৩১ বছর বয়সী ছেলের দিকে পিস্তল দিয়ে গুলি করেন এবং তিনি পালিয়ে যান।’

নাসির জানান, হাসপাতালে নেওয়ার পথে ছেলের মৃত্যু হয়। পুলিশ বাবাকে খুঁজছে। তিনি জাতীয়তাবাদী আওয়ামী ন্যাশনাল পার্টির সাথে যুক্ত ছিলেন এবং এর আগে বাড়িতে তিনি ওই দলের পতাকা তুলেছিলেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়