ঢাকা     মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৯ ১৪৩১

মঙ্গোলিয়ায় গ্যাসবাহী ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ২৪ জানুয়ারি ২০২৪  
মঙ্গোলিয়ায় গ্যাসবাহী ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ, নিহত ৬

মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটরে একটি তরল প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) ট্রাকের সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষে ছয়জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৪ জন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটেছে। খবর এএফপির।

মঙ্গোলিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (নেমা) তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার ভোরে ৬০ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী একটি ট্রাকের সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটে। 

নেমার বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণের আগুনে পুড়ে তিনজন মারা গেছেন। পরে উদ্ধারকাজ চালাতে গিয়ে আরো তিনজন অগ্নিনির্বাপন কর্মীও মারা যান। এছাড়া আরও ১৪ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে ১০ জনের শরীর আগুনে পুড়ে গেছে। বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে চার শিশু।

মর্মান্তিক এই দুর্ঘটনার পর মঙ্গোলিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রিচার্ড বাউগান গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া মঙ্গোলিয়ায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত এক্সেলে নিকাইসি জানিয়েছেন, তিনি এ দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত ও বিপর্যস্ত।

 

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়