ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

সুচির বাড়ির মূল্য ৯ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৫, ২৫ জানুয়ারি ২০২৪   আপডেট: ২৩:০১, ২৫ জানুয়ারি ২০২৪
সুচির বাড়ির মূল্য ৯ কোটি ডলার

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেতা অং সান সুচি ১৫ বছর যেখানে গৃহবন্দী ছিলেন সেই বাড়িটি নিলামে তুলেছে দেশটির আদালত। বৃহস্পতিবার সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, বাড়িটির দর নিলামের ভিত্তিমূল্য হিসাবে ৯ কোটি ডলার বলে ঘোষণা করা হয়েছে। ২০ মার্চ এর নিলাম হবে।

এর আগের সামরিক শাসনামলে ১৯৮৯ থেকে ২০১০ সাল পর্যন্ত ২১ বছরের মধ্যে ১৫ বছর গৃহবন্দী অবস্থায় কাটাতে হয়েছিল সুচিকে। ইয়াঙ্গুনের লেকসাইড ভিলার যে বাড়িতে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল সেই সম্পত্তিটির মালিকানা নিয়ে বড় ভাইয়ের মধ্যে কয়েক দশকের পারিবারিক বিরোধ ছিল সুচির। ২০০০ সালে সু চি গৃহবন্দী থাকাকালে বড় ভাই উ অং সান উ বাড়ির মালিকানা দাবি করে তার বিরুদ্ধে মামলা করেছিলেন। ২০১৬ সালে ইয়াঙ্গুনের একটি আদালত বাড়িটির দোতলা ভবন এবং অর্ধেক জমির মালিক অং সান সু চির এবং আরেকটি ভবন ও বাকি অর্ধেক জমির মালিক তার ভাইয়ের বলে রায় দেন। ২০১৯ সালের জানুয়ারিতে ইউ অং সান উ সুপ্রিম কোর্টে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন। জান্তা নিয়ন্ত্রিত সুপ্রিম কোর্ট বুধবার তার পক্ষে রায় দিয়েছে। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়