ঢাকা     সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৮ ১৪৩১

আদালতের রায়ের ১ দিন পর গাজায় ১৭৪ জনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৬, ২৭ জানুয়ারি ২০২৪  
আদালতের রায়ের ১ দিন পর গাজায় ১৭৪ জনকে হত্যা

গণহত্যা প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ দেওয়ার এক দিন পর গাজায় ১৭৪ জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় ১৭৪ জন নিহত এবং ৩১০ জন আহত হয়েছে। এতে গাজায় নিহতের সংখ্যা ২৬ হাজার ২৫৭ জন এবং আহতের সংখ্যা ৬৪ হাজার ৭৯৭ জনে পৌঁছেছে।

গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে- দক্ষিণ আফ্রিকার এমন অভিযোগের ওপর শুনানি শেষে শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালত অন্তর্বর্তীকালীন রায় দেয়। আদালত বলেছে, ইসরায়েলকে নিশ্চিত করতে হবে যে, তার বাহিনী গণহত্যা চালাবে না। গণহত্যা প্রতিরোধে কী করা হয়েছে সে বিষয়ে আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে আদালতকে প্রতিবেদন দিতে হবে।

আরো পড়ুন:

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়