ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

পাকিস্তান সীমান্তে ইরানি বন্দুকধারীদের হামলায় নিহত ৯ বিদেশী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৪, ২৭ জানুয়ারি ২০২৪  
পাকিস্তান সীমান্তে ইরানি বন্দুকধারীদের হামলায় নিহত ৯ বিদেশী

পাকিস্তান সীমান্তের কাছে দক্ষিণ-পূর্ব ইরানে বন্দুকধারীরা শনিবার নয়জন বিদেশী নাগরিককে হত্যা করেছে। প্রতিবেশী দুই দেশের সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলা-পাল্টা হামলার এক সপ্তাহেরও বেশি সময় পরে এ ঘটনা ঘটেছে। শনিবার ইরানি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ইরানি বার্তা সংস্থা মেহের বলেছে, ‘প্রত্যক্ষদর্শীদের মতে, সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সারাভান শহরের সিরকান পাড়ার একটি বাড়িতে আজ সকালে অজানা সশস্ত্র ব্যক্তিরা নয়জন অ-ইরানিকে হত্যা করেছে।’

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী বা ব্যক্তি এই হামলার দায় স্বীকার করেনি।

১৮ জানুয়ারি ইরান পাকিস্তানের বেলুচিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের দাবি, জঙ্গি গোষ্ঠী জাইশ আল-আদলকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। ওই হামলায় দুই শিশু নিহত হয়। এর কয়েক দিনের মাথায় পাকিস্তান ইরানের সীমানার ভেতরে হামলা চালায়। ওই হামলায় নয় জন নিহত হয়। গত সপ্তাহে দুই দেশের মধ্যে বিষয়টি নিয়ে সমঝোতা হয়।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়