জর্ডানে ড্রোন হামলায় ৩ মার্কিন সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
জর্ডানে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত ও ২৫ জন আহত হয়েছে। রোববার মার্কিন সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে, সিরিয়া সীমান্তের কাছে উত্তর-পূর্ব জর্ডানের একটি ঘাঁটিতে ড্রোন হামলায় হতাহতের ঘটনা ঘটেছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, হামলাটি ‘কট্টর ইরান-সমর্থিত জঙ্গি গোষ্ঠী’ চালিয়েছে।
৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর এই প্রথম এই অঞ্চলে মার্কিন সেনা নিহত হলো। ।
প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা এখনও এই হামলার তথ্য সংগ্রহ করছি, আমরা জানি এটি সিরিয়া ও ইরাকে সক্রিয় ইরান-সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলি চালিয়েছে।
ঢাকা/শাহেদ