ঢাকা     সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৮ ১৪৩১

ছদ্মবেশ নিয়ে হাসপাতালে ইসরায়েলি সেনাদের হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২২, ৩০ জানুয়ারি ২০২৪  
ছদ্মবেশ নিয়ে হাসপাতালে ইসরায়েলি সেনাদের হামলা, নিহত ৩

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের একটি হাসপাতালে চিকিৎসা কর্মী ও বেসামরিক নাগরিকদের ছদ্মবেশে ইসরায়েলি বাহিনী তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। মঙ্গলবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইসরায়েলি সেনাবাহিনীর জারি করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতি অনুসারে, ইবনে সিনা হাসপাতালে যখন পুরুষরা ঘুমাচ্ছিল তখন ছদ্মবেশী সেনা সদস্যরা এই হত্যাকাণ্ড চালায়।

রামাল্লার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘আজ সকালে দখলদার (ইসরায়েলি) বাহিনীর গুলিতে তিন যুবক শহীদ হয়েছেন যাদেরকে জেনিনের ইবনে সিনা হাসপাতালে হামলা চালিয়ে গুলি করা হয়।’

আরো পড়ুন:

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের সৈন্যরা ওই ব্যক্তিদের ‘নিস্ক্রিয়’ করেছে, যারা হাসপাতালে লুকিয়ে ছিল এবং ‘হামাস সন্ত্রাসী সেলের’ সদস্য ছিল।

অনলাইনে প্রচারিত নিরাপত্তা ক্যামেরার ফুটেজে প্রায় এক ডজন ছদ্মবেশী সেনাকে দেখা গেছে। এদের মধ্যে তিনজন নারীর পোশাক এবং দুজন মেডিকেল স্টাফের পোশাক পরা ছিল। তারা অ্যাসল্ট রাইফেল নিয়ে হাসপাতালের একটি করিডোর দিয়ে যাচ্ছিলেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়