ঢাকা     রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৭ ১৪৩১

বারানসির জ্ঞানভাপি মসজিদের ভূগর্ভস্থ কক্ষে পূজার অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ৩১ জানুয়ারি ২০২৪  
বারানসির জ্ঞানভাপি মসজিদের ভূগর্ভস্থ কক্ষে পূজার অনুমতি

ভারতের বারানসির জ্ঞানভাপি মসজিদের ভূগর্ভস্থ কক্ষে পূজা-অর্চনা করতে পারবে হিন্দুরা। বুধবার বারনসির আদালত এ রায় দিয়েছে।

মসজিদটির ভূগর্ভে চারটি ‘তেখানা’ বা সেলার রয়েছে। এর একটি এখনও পুরোহিতদের একটি পরিবারের দখলে রয়েছে যারা সেখানে বাস করত। পরিবারের যুক্তি ছিল, বংশগত পুরোহিত হিসাবে, তাদের কাঠামোতে প্রবেশ করতে এবং পূজা করার অনুমতি দেওয়া হয়েছিল। ১৯৯৩ সালে সাম্প্রদায়িক উত্তেজনা, অশান্তির কারণে তৎকালীন মুলায়ম সিং সরকার পুজার অনুমতি বাতিল করে দেয়। সেই থেকে মামলা চলছিল জেলা আদলতে।

জেলা আদালত বুধবার জানিয়েছে, মামলার হিন্দু আবেদনকারীরা পূর্বে সিল করা মসজিদের ভূগর্ভস্থ কক্ষ - ‘ব্যাস কা তেখানা’ এলাকায় উপাসনা করতে পারেন। এর জন্য ব্যারিকেড অপসারণসহ সব ব্যবস্থা এক সপ্তাহের মধ্যে শেষ করতে হবে।

আরো পড়ুন:

এই মামলায় চার হিন্দু মহিলা আবেদনকারীর আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন বলেছেন, ‘হিন্দু পক্ষকে প্রার্থনা করার অনুমতি দেওয়া হয়েছে... জেলা প্রশাসনকে সাত দিনের মধ্যে ব্যবস্থা করতে হবে। প্রত্যেকের সেখানে প্রার্থনা করার অধিকার থাকবে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়