ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

৩০০ গাড়ি, ব্যক্তিগত বিমানের বহর-কী নেই মালয়েশিয়ার নতুন রাজার!

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ৩১ জানুয়ারি ২০২৪  
৩০০ গাড়ি, ব্যক্তিগত বিমানের বহর-কী নেই মালয়েশিয়ার নতুন রাজার!

৬৫ বছর বয়সে জোহর রাজ্যের সুলতান ইব্রাহিম ইস্কান্দার বুধবার মালয়েশিয়ার সিংহাসনে আরোহণ করেছেন। মালয়েশিয়ার নতুন এই রাজার ৫৭০ কোটি ডলার সমমূল্যের সম্পদ রয়েছে। তার প্রাচুর্য ও ব্যবসায়িক সাম্রাজ্য দেশের সীমানা ছাড়িয়ে বিস্তৃত।

আবাসন ও খনি থেকে শুরু করে টেলিযোগাযোগ ও পাম তেল পর্যন্ত বিভিন্ন খাতে ব্যবসা রয়েছে সুলতান ইস্কান্দারের। ঐশ্বর্যশালী ইস্তানা বুকিত সেরিন হচ্ছে তার সরকারি বাসভবন। এটি পরিবারের সম্পদের একটি প্রমাণ। সুলতানের ব্যক্তিগত সংগ্রহে রয়েছে তিন শতাধিক বিলাসবহুল গাড়ি। এগুলোর মধ্যে একটি জার্মানির অ্যাডলফ হিটলারের কাছ থেকে উপহার হিসাবে পাওয়া। বোয়িং ৭৩৭সহ ব্যক্তিগত উড়োজাহাজের একটি বহর রয়েছে তার। সুলতানের পরিবারও একটি বেসরকারি সেনাবাহিনীর মালিক।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের হিসাবে সুলতানের পারিবারিক সম্পদ ৫৭০ কোটি ডলার হলেও তার সম্পদের প্রকৃত পরিমাণ তার চেয়ে অনেক বেশি বলে মনে করা হয়। মালয়েশিয়ার অন্যতম প্রধান মোবাইল ফোন অপারেটর ইউ মোবাইলের ২৪ শতাংশ শেয়ার রয়েছে সুলতানের। এর বাইরে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে তার প্রায় ৫৮ কোটি ৮০ লাখ ডলার বিনিয়োগ রয়েছে।

আরো পড়ুন:

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়