ঢাকা     সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৮ ১৪৩১

মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ বাড়ালো সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৬, ৩১ জানুয়ারি ২০২৪   আপডেট: ২১:১৮, ৩১ জানুয়ারি ২০২৪
মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ বাড়ালো সেনাবাহিনী

মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছে। দেশটির জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ বুধবার এ সিদ্ধান্ত নিয়েছে।

এর মাধ্যমে আবারও নির্বাচন বিলম্বিত করলো দেশটিতে ক্ষমতাসীন সেনাবাহিনী।

জান্তা এক বিবৃতিতে বলেছে, ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট উ মিন্ট সোয়ে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন... পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য।’

আরো পড়ুন:

২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সুচির সরকারকে ক্ষমতাচ্যুত করার সময় সামরিক বাহিনী জরুরি অবস্থা ঘোষণা করে। এরপরই দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়। ক্ষমতাসীন জান্তা বিক্ষোভকারীদের ব্যাপক হারে দমন-পীড়ন শুরু করে। স্থানীয় মানবাধিকার সংস্থাগুলোর হিসাবে, সামারিক বাহিনীর হাতে চার হাজার ৪০০ বিক্ষোভকারী নিহত হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়