ইউক্রেনকে ৫ হাজার কোটি ইউরোর সহায়তা প্যাকেজ দিলো ইইউ
ইউক্রেনের জন্য পাঁচ হাজার কোটি ইউরো সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ দেশের নেতা। বৃহস্পতিবার তারা এর অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। এটি ইউক্রেনের জন্য মার্কিন সামরিক সহায়তার আগেই অনুমোদন পেলো।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নতুন অর্থায়নকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি তার দেশের অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতাকে শক্তিশালী করবে।
ইউক্রেনের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, তারা মার্চে তহবিলের প্রথম ধাপ আশা করছে।
এর আগে ডিসেম্বরে ইউরোপীয় শীর্ষ সম্মেলনে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান প্যাকেজটি ব্লক করে দিয়েছিলেন। এবার সেই আশঙ্কা ছিল।
বিবিসি জানিয়েছে, এই প্যাকেজটি পরবর্তী চার বছরে পেনশন, বেতন এবং অন্যান্য খরচ জোগাতে সাহায্য করবে ইউক্রেনকে।
ঢাকা/শাহেদ