ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

কেনিয়ায় গ্যাস বিস্ফোরণ, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ২ ফেব্রুয়ারি ২০২৪  
কেনিয়ায় গ্যাস বিস্ফোরণ, নিহত ৩

কেনিয়ার রাজধানী নাইরোবিতে গ্যাস বিস্ফোরণে অন্তত তিনজন নিহত এবং প্রায় তিন শতাধিক আহত হয়েছে। শুক্রবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

একজন সরকারী মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে এম্বাকাসি জেলায় গ্যাস বহনকারী একটি লরি বিস্ফোরিত হয়। এ ঘটনায় ‘আগুনের একটি বিশাল গোলা চারদিকে ছড়িয়ে পড়ে।’

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগুনে আবাসন, ব্যবসা এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

সরকার প্রাথমিকভাবে জানিয়েছে, বিস্ফোরণটি একটি গ্যাস প্লান্টে হয়েছিল যেখানে শ্রমিকরা গ্যাস সিলিন্ডার রিফিল করছিল। অবশ্য পরে জানানো হয়, একটি ট্রাক পার্কিং ইয়ার্ডে বিস্ফোরিত হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এমবাকাসি পুলিশ প্রধান ওয়েসলি কিমেতো বলেছেন, নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়