ঢাকা     রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৭ ১৪৩১

রাশিয়ার অধিকৃত শহরে ইউক্রেনের হামলায় নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ৪ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১২:৪৬, ৪ ফেব্রুয়ারি ২০২৪
রাশিয়ার অধিকৃত শহরে ইউক্রেনের হামলায় নিহত ২৮

রাশিয়ার দখলকৃত পূর্বাঞ্চলীয় শহর লিসিচানস্কে ইউক্রেনের বোমা হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। 

রোববার (৪ জানুয়ারি) রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়ার জরুরিবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, লিসিচানস্ক শহরের একটি বেকারিকে লক্ষ্য করে শনিবার (৩ ফেব্রুয়ারি) ইউক্রেনীয় বাহিনী এই হামলা চালায়। প্রতি সপ্তাহান্তে এই বেকারিতে বহু মানুষ ভিড় করে থাকেন।

রাশিয়ার জরুরি মন্ত্রণালয় এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছে, লিসিচানস্ক শহরে জরুরি মন্ত্রণালয়ের কর্মীরা ধ্বংসস্তূপের নিচে থেকে ২৮ জনের মৃতদেহ উদ্ধার করেছে। উদ্ধারকাজ এখনো অব্যাহত আছে।

রাশিয়া নিয়ন্ত্রিত লুহানস্ক তথ্যকেন্দ্র টেলিগ্রামে এক পোস্টে বলেছে, যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম ব্যবহার করে শনিবার বিকেলে গোলাবর্ষণ করে ইউক্রেন। 

লিসিচানস্ক ইউক্রেনের লুগানস্ক অঞ্চলের একটি শহর। রাশিয়ার আগ্রাসনের আগে শহরটিতে ১ লাখ ১০ হাজারেরও বেশি বাসিন্দা ছিল। ২০২২ সালের মাঝামাঝি সময়ে ইউক্রেনের সঙ্গে তুমুল লড়াইয়ের পর রাশিয়া শহরটি দখল করে নেয়।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়