ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ইরাক ও সিরিয়ায় আরও হামলার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ৪ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২২:৪৬, ৪ ফেব্রুয়ারি ২০২৪
ইরাক ও সিরিয়ায় আরও হামলার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইরাক ও সিরিয়ায় ইরানের সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীগুলোর ওপর আরও হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। রোববার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এ তথ্য জানিয়েছেন।

মার্কিন সামরিক ঘাঁটিতে গত রোববার হামলা চালায় ইরানের সঙ্গে সম্পৃক্ত একটি গোষ্ঠী। এ ঘটনায় তিন মার্কিন সেনা নিহত হয়। এর প্রতিক্রিয়ায় শুক্রবার রাতে সিরিয়া ও ইরাকের ৮৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় মার্কিন সেনারা। শনিবার দ্বিতীয় দফায় ইরানের সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীগুলোর ওপর হামলা চালানো হয়।

এনবিসি-র ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সুলিভান বলেছেন, ‘আমরা আরও হামলা এবং অতিরিক্ত পদক্ষেপ নিতে চাই- একটি স্পষ্ট বার্তা পাঠানোর জন্য যে, আমাদের বাহিনীর ওপর আক্রমণ করলে, আমাদের লোকজনকে হত্যা করা হলে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া জানাবে।’

আরো পড়ুন:

তিনি বলেন, ‘শুক্রবার যা ঘটেছিল তা আমাদের প্রতিক্রিয়ার শুরু, শেষ নয়, এবং আরও পদক্ষেপ থাকবে - কিছু দেখা, কিছু সম্ভবত অদেখা থাকবে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়