গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৭৫০০ ছুঁইছুঁই
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় নিহত মানুষের সংখ্যা প্রায় সাড়ে ২৭ হাজারে দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার (৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলেছে, গত ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় গাজায় ২৭ হাজার ৪৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৬৬ হাজার ৮৩৫ জন মানুষ।
বিবৃতিতে বলা হয়, তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ১১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০৫ জন। ইসরায়েলি বাহিনী তাদের হামলা চালিয়ে যাওয়ার কারণে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।
গত ৭ অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। এর প্রতিশোধ নিতে ওই দিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। জাতিসংঘের মতে, গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা ইসরায়েলি আক্রমণে বাস্তুচ্যুত হয়েছে।
/ফিরোজ/