ঢাকা     সোমবার   ০৮ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৪ ১৪৩১

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের ইতিবাচক সাড়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৬, ৭ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ০৮:৫০, ৭ ফেব্রুয়ারি ২০২৪
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের ইতিবাচক সাড়া

গাজায় নতুন যুদ্ধবিরতির জন্য একটি কাঠামো প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গোষ্ঠীটির বরাত দিয়ে মঙ্গলবার রাতে বিবিসি এ তথ্য জানিয়েছে।

ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের তৈরি করা নির্ধারিত চুক্তির বিবরণ অবশ্য প্রকাশ করা হয়নি।

এর আগে বলা হয়েছিল, ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর করা হবে। এই যুদ্ধবিরতির সময় আরও ইসরায়েলি জিম্মির সঙ্গে ফিলিস্তিনি বন্দিদের বিনিময় করা হবে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়েই জানিয়েছে, তারা হামাসের প্রতিক্রিয়া পর্যালোচনা করছে।

মধ্যপ্রাচ্য সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, তিনি বুধবার ইসরায়েলের কর্মকর্তাদের সাথে হামাসের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করবেন।

হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, কাঠামোর প্রতিক্রিয়ায় গোষ্ঠীটি একটি ‘ইতিবাচক দৃষ্টিভঙ্গি’ উপস্থাপন করেছে। তবে গাজার পুনর্নির্মাণ, এর বাসিন্দাদের বাড়িতে ফিরে যাওয়া এবং যারা গাজার বাস্তুচ্যুত বাসিন্দাদের জন্য বিশেষ ব্যবস্থার কথা তারা বলেছে।

ওই কর্মকর্তা জানান, হামাস আহতদের চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থা পরিবর্তনের কথা বলেছে, যার মধ্যে তাদের দেশে ফিরে যাওয়া এবং বিদেশে হাসপাতালে স্থানান্তর করা অন্তর্ভূক্ত রয়েছে।

প্রস্তাবটি প্রায় এক সপ্তাহ আগে হামাসের কাছে পাঠানো হয়েছিল। কিন্তু একজন প্রতিনিধি রয়টার্সকে জানিয়েছেন, তারা প্রতিক্রিয়া জানাতে মঙ্গলবার পর্যন্ত সময় নিয়েছিল, কারণ এর কিছু অংশ ‘অস্পষ্ট ও দুর্বোধ্য’ ছিল।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়