ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

আইসল্যান্ডে আবার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ৮ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৩:৪০, ৮ ফেব্রুয়ারি ২০২৪
আইসল্যান্ডে আবার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

দক্ষিণ-পশ্চিম আইসল্যান্ডে আজ বৃহস্পতিবার আবারও একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। 

দেশটির জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গ্রিনদাভিকের কাছে একটি আগ্নেয়গিরি থেকে কমলা রঙের লাভার উদ্‌গিরণ হচ্ছে।

এর আগে চলতি বছরের ১৪ জানুয়ারি একই অঞ্চলের অগ্ন্যুৎপাত হয়েছিল। সেসময় অগ্ন্যুৎপাত প্রায় দুই দিন ধরে চলেছিল, লাভা স্রোত গ্রিনদাভিক শহরের উপকণ্ঠে এসে পৌঁছেছিল। যার ফলে প্রায় ৪ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। অগ্ন্যুৎপাতে বেশ কিছু বাড়িঘর পুড়ে যায়।

আজ বৃহস্পতিবারের অগ্ন্যুৎপাত গ্রিনদাভিক শহরকে ফের প্রভাবিত করবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, গত দুই বছরের মধ্যে আইসল্যান্ডে ষষ্ঠবারের মতো অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটল। 

আইসল্যান্ডে ৩৩টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, যা ইউরোপের দেশগুলোর মধ্যে সংখ্যায় সর্বোচ্চ। আগ্নেয়গিরির ভয়ঙ্কর সৌন্দর্য দেখতে দেশটিতে প্রতিবছর অসংখ্য পর্যটক ভিড় করে থাকেন।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়