ঢাকা     শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৬ ১৪৩১

১২ মাসে প্রথমবারের মতো বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৪, ৮ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২০:০৫, ৮ ফেব্রুয়ারি ২০২৪
১২ মাসে প্রথমবারের মতো বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম

বৈশ্বিক উষ্ণতা গত ১২ মাসে প্রথমবারের মতো ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে, যা রেকর্ড। এভাবে বৈশ্বিক তাপমাত্রা বাড়তে থাকলে পৃথিবীতে মানুষের টিকে থাকা মুশকিল হয়ে পড়বে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু ও আবহাওয়া পর্যবেক্ষণ পরিষেবা কোপার্নিকাসের তথ্য অনুসারে, গত বছর বিশ্বে গড় তাপমাত্রা ছিল ১ দশমিক ৫২ ডিগ্রি সেলসিয়াস। বিশ্বে শিল্পায়নের আগের তাপমাত্রার তুলনায় এই গড় বেশি ১২ মাসের মধ্যে সবচেয়ে বেশি গড় তাপমাত্রা ছিল জানুয়ারিতে-১ দশমিক ৬৬ ডিগ্রি সেলসিয়াস।

বৈশ্বিক উষ্ণতাকে ২ ডিগ্রির নিচে রাখা এবং অন্তত ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার বিষয়ে ২০১৫ সালের প্যারিসে চুক্তি স্বাক্ষর হয়েছিল। বিশ্বের অধিকাংশ দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছিল। তবে ১২ মাসে বৈশ্বিক তাপমাত্রার যে রেকর্ড দেখা গেছে, তাতে ধারণা করা হয়েছে বিশ্ব দ্রুত প্যারিস চুক্তির সীমার কাছাকাছি আসছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় পদার্থবিদ্যার পোস্টডক্টরাল গবেষণা সহকারী ম্যাট প্যাটারসন বলেছেন, রেকর্ডটি একটি ‘উল্লেখযোগ্য মাইলফলক’, কিন্তু এর অর্থ এই নয় যে প্যারিস চুক্তি ব্যর্থ হয়েছে।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়