ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

মার্কিন হামলায় কাতাইব হিজবুল্লাহর কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৫, ৮ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২১:২৭, ৮ ফেব্রুয়ারি ২০২৪
মার্কিন হামলায় কাতাইব হিজবুল্লাহর কমান্ডার নিহত

ইরাকের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর কমান্ডার মার্কিন হামলায় নিহত হয়েছে। বৃহস্পতিবার মার্কিন সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

জর্ডানে মার্কিন সামরিক বাহিনীর ওপর হামলার জন্য ওই কমান্ডারকে দায়ী করেছিল যুক্তরাষ্ট্র। ওই হামলায় নিহত হয় তিন মার্কিন সেনা।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘(মার্কিন) বাহিনী সেনা সদস্যদের ওপর হামলার প্রতিক্রিয়ায় ইরাকে একতরফা হামলা চালিয়েছে, এতে কাতাইব হিজবুল্লাহর একজন কমান্ডারকে হত্যা করা হয়েছে, যিনি এই অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর হামলার পরিকল্পনা ও অংশ নেওয়ার জন্য দায়ী ছিলেন।’

বিবৃতিতে অবশ্য ওই কমান্ডারের নাম প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে আরো বলা হয়েছে, হামলায় বেসামরিক হতাহতের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, হিজবুল্লাহর ওই কমান্ডার ছিলেন আবু বাকির আল-সাদি। পূর্ব বাগদাদে একটি গাড়িতে ড্রোন হামলায় তিনি নিহত হন।

একটি সূত্র জানিয়েছে, হামলায়  তিনজন নিহত হয়েছে এবং লক্ষ্যবস্তু করা গাড়িটি ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) ব্যবহার করেছিল।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়