ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

মোটরসাইকেল নিয়ে সোজা হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ১১ ফেব্রুয়ারি ২০২৪  
মোটরসাইকেল নিয়ে সোজা হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে

মাঝে গুরুতর অসুস্থ দাদা, তাকে পেছন থেকে ধরে রেখেছেন এক ব্যক্তি, আর সামনে মোটরসাইকেল চালাচ্ছে ওই বৃদ্ধের নাতি। মোটরসাইকেল নিয়ে সোজা হাসপাতালের জরুরি বিভাগের ভিতরে ঢুকে গেছেন নাতি। এটি বলিউডের কোনো সিনেমার দৃশ্য নয়। বাস্তুবে এই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের একটি হাসপাতালে।

রাজ্যের রাজধানী ভোপাল থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে সাতনার সর্দার বল্লভভাই প্যাটেল জেলা হাসপাতালে এ ঘটনা ঘটেছে।

এনডিটিভি অনলাইন জানিয়েছে, শনিবার গভীর রাতে নীরজ গুপ্ত নামে এক ব্যক্তির দাদা অসুস্থ হয়ে পড়ে। তাকে বাইকে করে সাতনা হাসপাতালে নিয়ে আসা হয়। 

আরো পড়ুন:

হাসপাতাল থেকে সংগ্রহ করা ভিডিওতে মোটরসাইকেল চালককে জরুরি বিভাগের ঠিক মাঝখানে থামতে দেখা গেছে। একজন নিরাপত্তা প্রহরী তাকে অনুসরণ করে এবং ভিডিও রেকর্ডিং করে। বাইকে থাকা অজ্ঞান বৃদ্ধকে হাসপাতালের একজন নার্স এবং অপর একজন ব্যক্তি নামিয়ে নিয়ে আসেন। পরে ওই মোটরসাইকেল চালক বাইকটিকে নিয়ে জরুরি বিভাগ থেকে বের হয়ে যান। বাইক বাইরে রেখে তিনি ফিরে এলে এই ঘটনার জন্য জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে তিরস্কার করেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়