ঢাকা     রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৭ ১৪৩১

ইমরান খানের দলের সমর্থকদের গ্রেপ্তার করছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৬, ১১ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২২:৪২, ১১ ফেব্রুয়ারি ২০২৪
ইমরান খানের দলের সমর্থকদের গ্রেপ্তার করছে পুলিশ

৮ ফেব্রুয়ারির নির্বাচনী ফলাফলের প্রতিবাদে বিক্ষোভ করায় রাওয়ালপিন্ডিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের কর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার জেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে যাওয়ার চেষ্টার সময় বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হয়।

পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে, নির্বাচন কমিশনের কার্যালয় বন্ধের পর পিটিআই সমর্থকরা মুরি রোডের কাছে জড়ো হয়। বিক্ষোভকারীরা দলের কারাবন্দি চেয়ারম্যান ইমরান খানের পক্ষে সমর্থন প্রকাশ করেন। এর আগেই ওই এলাকায় যথেষ্ট সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। 

লাহোরেও একই ধরনের বিক্ষোভ করেছিল পিটিআই-এর সমর্থকরা। পুলিশ সেখান থেকে বিপুল সংখ্যক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।

আরো পড়ুন:

পিটিআই নেতা হাম্মাদ আজহার দলীয় সমর্থকদের ‘শান্ত থাকার’ আহ্বান জানিয়েছেন।

এক্স-এ একটি পোস্টে তিনি পিটিআই সমর্থকদের সতর্ক করে দিয়ে বলেছেন, কর্তৃপক্ষ ‘সংঘর্ষ ও সহিংসতার দৃশ্য’। পুলিশ উস্কানি দিলে সমর্থকদের পিছু হটে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষ হওয়ার দুদিন পর কর্তৃপক্ষ পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করেছে। বিশ্লেষকদের দাবি, কারচুপির জন্যই ফল প্রকাশে এতো দীর্ঘ সময় নিয়েছে নির্বাচন কমিশন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়