ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

নিজের দলের মধ্যেই এবার সমালোচনার শিকার ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ১২ ফেব্রুয়ারি ২০২৪  
নিজের দলের মধ্যেই এবার সমালোচনার শিকার ট্রাম্প

নিজের দল রিপাবলিকান পার্টির মধ্যেই তীব্র সমালোচনার শিকার হচ্ছেন সাবেক প্রেসিডেন্ট এবং আগামী নির্বাচনে প্রার্থী হতে চাওয়া ডোনাল্ড ট্রাম্প। ন্যাটোভুক্ত দেশগুলোতে রাশিয়াকে আমন্ত্রণ জানাবেন বলে ট্রাম্প মন্তব্য করার এক দিন পর তার বিরুদ্ধে এই সমালোচনার ঝড় শুরু হয়েছে।

সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ক্রিস ক্রিস্টি এনবিসির ‘মিট দ্য প্রেস’ প্রোগ্রামে এক সাক্ষাৎকারে বলেন, ‘এ কারণেই আমি দীর্ঘদিন ধরে বলে আসছি যে তিনি (ট্রাম্প) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য।’

দক্ষিণ ক্যারোলিনায় শনিবার একটি রাজনৈতিক সমাবেশে ট্রাম্প বলেছিলেন, ন্যাটোর যেসব সদস্য দেশ জোটের চাদা পরিশোধ করছে না, তাদের রক্ষায় তিনি কিছুই করবেন না। বরং এই দেশগুলোর ওপর হামলার জন্য তিনি রাশিয়াকে উৎসাহিত করবেন।

আরো পড়ুন:

ট্রাম্পের সমালোচনা করে দক্ষিণ ক্যারোলিনার সাবেক গভর্নর নিক্কি হ্যালি বলেছেন, ‘এমন কারো পক্ষ নেবেন না যারা একটি দেশ আক্রমণ করেছে এবং ইউক্রেনের বিরুদ্ধে সেই যুদ্ধের কারণে পাঁচ লাখ মানুষ মারা গেছে বা আহত হয়েছে।’

রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, ‘তিনি (ট্রাম্প) যেভাবে বলেছেন তার সাথে’ তিনি একমত নন। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়