ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সহযোগীর ইমেইল হ্যাক উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৪  
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সহযোগীর ইমেইল হ্যাক উত্তর কোরিয়ার

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের একজন সহযোগীর ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করেছ উত্তর কোরিয়া। প্রেসিডেন্টের কার্যালয় বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছে।

গত নভেম্বরে যুক্তরাজ্যে প্রেসিডেন্ট ইউন সুক ইওলের রাষ্ট্রীয় সফরের সময় এই লঙ্ঘনের ঘটনা ঘটেছিল।

প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, অফিসিয়াল কাজের জন্য একটি ব্যক্তিগত ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করার পরে ওই অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল।

আরো পড়ুন:

একটি স্থানীয় সংবাদমাধ্যম উচ্চপদস্থ সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হ্যাকাররা প্রেসিডেন্ট ইউনের ভ্রমণের সময়সূচি জানতে সক্ষম হয়েছিল।

কুকমিন ইলবো নামের ওই সংবাদপত্রটি জানিয়েছে, প্রেসিডেন্টের পাঠানো বার্তাগুলো হ্যাক করা হয়েছিল। তবে কী তথ্য চুরি হয়েছে তা প্রকাশ করবে না প্রেসিডেন্টের কার্যালয়।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দলের কোনো সদস্যের ইমেইল অ্যাকউন্ট হ্যাক করার ঘটনা এটাই প্রথম বলে মনে করা হচ্ছে।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়