ভালোবাসা দিবসে তরুণ-তরুণীদের ‘মর্যাদা না হারানোর’ আহ্বান
কম্বোডিয়ার তরুণ-তরুণীদের ভালোবাসা দিবসে নিজেদের ‘মর্যাদা না হারানোর’ আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে এই দিনে বিবাহপূর্ব যৌনতার ক্ষতি সম্পর্কে সতর্কতা জারি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় স্কুলগুলোকে ‘ভালোবাসা দিবসে অনুপযুক্ত কার্যকলাপ রোধে ব্যবস্থা নিতে’ নির্দেশ দিয়েছে। এই দিবস ‘আমাদের খেমার জাতীয়তার ঐতিহ্য নয়’ বলেও সতর্কবার্তা দিয়েছে মন্ত্রণালয়
কম্বোডিয়ায় বিয়ের আগে যৌনতা নিষিদ্ধ বলে বিবেচিত হয়।
নারী বিষয়ক মন্ত্রণালয় বুধবার ভালোবাসা দিবস উদযাপনে ইচ্ছুক দম্পতিদের উদ্দেশে বলেছে কিছু লোক ভালোবাসা দিবসের ‘অর্থ ভুল বোঝে।’
সংস্কৃতি মন্ত্রণালয়ও পৃথক বিবৃতিতে পিতামাতাদের ‘তাদের সম্মান ও মর্যাদার স্বার্থে সুন্দর খেমার ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে’ দিনটি উদযাপনের জন্য শিশুদের স্মরণ করিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।
কম্বোডিয়ার ন্যাশনাল এইডস অথরিটি এই দিনে তরুণ-তরুণীদের যৌন ক্রিয়াকলাপে সম্পৃক্ততা এড়াতে আহ্বান জানিয়েছে।
ঢাকা/শাহেদ