ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৭:১৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন

থাইল্যান্ডে রাজনৈতিক মামলায় দোষী সাব্যস্ত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা প্যারোলে মুক্তি পেয়ে রাজধানী ব্যাংককে তার প্রাসাদে পৌঁছেছেন।

বিলিয়নেয়ারকে একটি পুলিশ হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হয়েছিল, যেখানে তিনি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের জন্য এক বছরের জেল খেটেছিলেন।

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আট বছরের কারাদণ্ড হয়েছিল সিনাওয়াত্রার। ১৫ বছর স্বেচ্ছা নির্বাসন থেকে গত আগস্টে থাইল্যান্ডে ফিরে আসার সাথে সাথেই ৭৪ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীকে আটক করা হয়েছিল। থাইল্যান্ডের রাজা পরে থাকসিনের সাজা কমিয়ে এক বছর করেন। অবশ্য স্বাস্থ্যগত সমস্যার অভিযোগ করে একটি রাতও তিনি কারাগারে কাটাননি। পুরো একটি বছর তিনি পুলিশ হাসপাতালে কাটিয়েছেন।

আরো পড়ুন:

থাই কর্তৃপক্ষ জানিয়েছে, বয়স ও স্বাস্থ্যগত সমস্যার কারণে থাকসিন প্যারোলের যোগ্য। পর্যবেক্ষণ বা ভ্রমণ নিষেধাজ্ঞার মতো কিছু শর্তে তাকে মুক্তি দেওয়া হয়েছিল কিনা তা তারা জানায়নি।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়