ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

মুসলিম বাদশাহর নামে সিংহের নাম রাখায় মামলা হিন্দু জাতীয়তাবাদী দলের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২০:৪৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
মুসলিম বাদশাহর নামে সিংহের নাম রাখায় মামলা হিন্দু জাতীয়তাবাদী দলের

মুসলিম বাদশাহের নামে চিড়িয়াখানায় রাখা একটি সিংহের নামকরণের ঘটনায় মামলা করেছে ভারতের একটি হিন্দু জাতীয়তাবাদী দল। পশ্চিমবঙ্গের চিড়িয়াখানায় সীতা নামের একটি সিংহীকে আকবর নামের একটি সিংহের খাঁচায় রাখার পর বিষয়টি আদালতে নিয়ে যায় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।

ভিএইচপি নেতা অনুপ মন্ডল দ্য গার্ডিয়ানকে বলেন, ‘সীতা মুঘল সম্রাট আকবরের সঙ্গে থাকতে পারে না।’ এটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে ধর্মীয় অনুভূতিকে আঘাত হানার শামিল বরে মন্তব্য করেছেন তিনি।

অনুপ বলেন, ‘এই ধরনের একটি কাজ ধর্মনিন্দার সমান এবং এটি হিন্দুদের ধর্মীয় বিশ্বাসের উপর সরাসরি আক্রমণ।’

আরো পড়ুন:

তিনি জানান, এর আগে সিংহটি যখন প্রতিবেশী ত্রিপুরায় রাজ্যে ছিল তখন এর নাম ছিল রাম। পশ্চিমবঙ্গে আনার পর এর নাম পাল্টে ফেলা হয়। 

পশ্চিমবঙ্গের বন বিভাগের কর্মকর্তা দীপক কুমার মণ্ডল বলেন, ‘সিংহ এবং সিংহীকে এখন আলাদাভাবে রাখা হয়েছে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়