ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

উনকে বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ২০ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৮:০৭, ২০ ফেব্রুয়ারি ২০২৪
উনকে বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনকে একটি বিলাসবহুল অরাস লিমুজিন উপহার হিসাবে দিয়েছিলেন। কারণ গত বছর পুতিন যখন উনকে এটি দেখিয়েছিলেন তখন গাড়িটি পছন্দ করেছিলেন উত্তর কোরিয়ার নেতা। মঙ্গলবার ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে কিম পূর্ব রাশিয়া সফর করেছিলেন। ওই সময় পুতিন তার ব্যবহার করা একটি কালো সাঁজোয়া লিমোজিন দেখিয়েছিলেন উনকে। ভস্টোচনি কসমোড্রোমে যাওয়ার সময় গাড়িতে পুতিনের পাশে বসেছিলেন উন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘যখন ডিপিআরকে (উত্তর কোরিয়া) প্রধান ভোস্টোচনি কসমোড্রোমে ছিলেন, তিনি এই গাড়িটি দেখেছিলেন, পুতিন তাকে ব্যক্তিগতভাবে এটি দেখিয়েছিলেন এবং অনেক লোকের মতো কিমও এই গাড়িটিকে পছন্দ করেছিলেন।’

আরো পড়ুন:

পেসকভ বলেন, ‘সুতরাং এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। উত্তর কোরিয়া আমাদের প্রতিবেশী, আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী এবং আমরা উত্তর কোরিয়াসহ সব প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক উন্নয়নের ইচ্ছা পোষণ করি এবং অব্যাহত রাখব।’

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়