ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

স্টেডিয়ামে মৃত্যুদণ্ড কার্যকর করলো তালেবান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৭, ২২ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৮:৫৫, ২২ ফেব্রুয়ারি ২০২৪
স্টেডিয়ামে মৃত্যুদণ্ড কার্যকর করলো তালেবান

পূর্ব আফগানিস্তানের একটি ফুটবল স্টেডিয়ামে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে তালেবান। তালেবান কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

তালেবানের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, একটি হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাদের এই দণ্ড কার্যকর করা হয়েছে।

সুপ্রিম কোর্টের কর্মকর্তা আতিকুল্লাহ দারবিশ তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার স্বাক্ষরিত একটি মৃত্যু পরোয়ানা উচ্চস্বরে পড়ে শোনান। এরপরই উভয় ব্যক্তিকে গজনি শহরের স্টেডিয়ামে গুলি করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

আরো পড়ুন:

দারবিশ বলেন, ‘এই দুই ব্যক্তিকে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছিল... দেশের আদালতে দুই বছর বিচার চলার পর আদেশে স্বাক্ষর করা হয়েছে।’

দণ্ড কার্যকরের সময় পুরুষদের ভিকটিমদের পরিবার উপস্থিত ছিল। দণ্ড কার্যকরের আগে তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, অপরাধীদের তারা ক্ষমা করতে রাজী আছে কিনা। তবে ভিকটিমদের পরিবার ক্ষমা করতে অস্বীকৃতি জানিয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়