ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

১৫ বছরে ৭ হাজার বোতল ওয়াইন চুরি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৪, ২২ ফেব্রুয়ারি ২০২৪  
১৫ বছরে ৭ হাজার বোতল ওয়াইন চুরি

ফ্রান্সের এক ব্যক্তি ১৫ বছরে সাত হাজার বোতল ওয়াইন চুরি করেছে। এই ওয়াইনগুলোর দাম পাঁচ লাখ ৫০ হাজার ডলার। বৃহস্পতিবার ফরাসি কৌঁসুলিরা এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় সংবাদপত্র জার্নাল ডি সাওন-এট-লোয়ার, সম্প্রতি একটি সিকিউরিটি ক্যামেরায় ৫৬ বছর বয়সী এক ব্যক্তিকে তার নিয়োগকর্তার কাছ থেকে চার বোতল ওয়াইন চুরি করতে দেখা যায়। পরে বিষয়টি নিয়োগকর্তা পুলিশকে জানান। পুলিশ ওই ব্যক্তি ও তার মায়ের বাড়িতে অভিযান চালায়। দুই স্থান থেকে সাত হাজার ওয়াইনের বোতল উদ্ধার করা হয়। গত ১৫ বছরে ওই ব্যক্তি যেসব ওয়াইন বিক্রি প্রতিষ্ঠানে চাকরি করেছেন সেখান থেকে তিনি এগুলো চুরি করেছেন।

৫৬ বছর বয়সী ওই ব্যক্তিকে জামিনে মুক্ত হয়েছেন। আগামী গ্রীষ্মে তার বিচার শুরু হবে।

আরো পড়ুন:

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়