ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

ইরানে ৮ বছরের মধ্যে সর্বোচ্চ মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ৫ মার্চ ২০২৪   আপডেট: ১৭:৩০, ৫ মার্চ ২০২৪
ইরানে ৮ বছরের মধ্যে সর্বোচ্চ মৃত্যুদণ্ড

ইরানে ২০২৩ সালে কমপক্ষে ৮৩৪ জনকে ফাঁসি দেওয়া হয়েছে, যা এর আগের আট বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড। অধিকার গোষ্ঠীগুলোর প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এবং প্যারিসভিত্তিক টুগেদার অ্যাগেইনস্ট দ্য ডেথ পেনাল্টি (ইসিপিএম) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর মৃত্যুদণ্ডের হার ৪৩ শতাংশ বেড়েছে। ২০২২ সালে মাহসা আমিনির পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় দেশব্যাপী সরকারবিরোধী বিক্ষোভের প্রতিক্রিয়ায় এসব দণ্ড দেওয়া হয়েছিল। 

২০২২ সালের বিক্ষোভ চলাকালে ৯টি মৃত্যুদণ্ড সরাসরি নিরাপত্তা বাহিনীর ওপর হামলার সাথে যুক্ত ছিল। মাদক সংক্রান্ত মামলায় ৪৭১ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

দণ্ডপ্রাপ্তদের একটি অংশ জাতিগত সংখ্যালঘু ছিল- বিশেষ করে ইরানের দক্ষিণ-পূর্বের সুন্নি বালুচ। বালুচ সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত ১৬৭ জন সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যা মোট সংখ্যার ২০ শতাংশ।

ইরান হিউম্যান রাইটসের পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম এই পরিসংখ্যানকে ‘বিস্ময়কর’ হিসাবে বর্ণনা করেছেন।

তিনি  বলেছেন, ‘সামাজিক ভীতি জাগিয়ে তোলাই হল ক্ষমতা ধরে রাখার একমাত্র উপায় এবং মৃত্যুদণ্ড হল এর সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়