ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

‘বেসামরিক পোশাকেও ভারতীয় সেনারা মালদ্বীপে থাকতে পারবে না’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০০, ৫ মার্চ ২০২৪   আপডেট: ১৯:০৬, ৫ মার্চ ২০২৪
‘বেসামরিক পোশাকেও ভারতীয় সেনারা মালদ্বীপে থাকতে পারবে না’

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু সাফ জানিয়েছেন, ১০ মে- এর পরে কোনও ভারতীয় সামরিক কর্মী বেসামরিক পোশাকেও তার দেশে থাকতে পারবে না। মঙ্গলবার প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট মুইজ্জুর বিবৃতি এমন সময় এলো, যখন একটি ভারতীয় বেসামরিক দল দ্বীপরাষ্ট্রটির তিনটি বিমান চলাচল প্ল্যাটফর্মের একটির দায়িত্ব নিতে মালদ্বীপে পৌঁছেছে। এর আগে ভারতীয় সামরিক কর্মীদের প্রত্যাহারের জন্য ১০ মার্চ সময়সীমা বেঁধে দিয়েছিল মালদ্বীপ।

প্রেসিডেন্ট মুইজ্জু জানিয়েছেন, দেশ থেকে ভারতীয় সেনাদের বিতাড়িত করার ক্ষেত্রে তার সরকারের সাফল্যের কারণে, যারা মিথ্যা গুজব ছড়ায়, তারা পরিস্থিতি ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, ‘এই লোকেরা (ভারতীয় সামরিক বাহিনী) চলে যাচ্ছে না, তারা তাদের ইউনিফর্ম বেসামরিক পোশাকে পরিবর্তন করে ফিরে আসছে। আমাদের এমন চিন্তাভাবনা করা উচিত নয় যা আমাদের হৃদয়ে সন্দেহ জাগায় এবং মিথ্যা ছড়ায়। ১০ মে দেশে কোনও ভারতীয় সেনা থাকবে না। ইউনিফর্মে নয় এবং বেসামরিক পোশাকে নয়। ভারতীয় সামরিক বাহিনী এই দেশে কোনও পোশাকে থাকবে না। আমি এটি আত্মবিশ্বাসের সাথে বলছি।’

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়