ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

সমকামীদের খোজা করার আহ্বান জানানো উগান্ডার এমপিকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৮, ৬ মার্চ ২০২৪   আপডেট: ২১:৫৮, ৬ মার্চ ২০২৪
সমকামীদের খোজা করার আহ্বান জানানো উগান্ডার এমপিকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

সমকামীদের খোজা করে দেওয়ার আহ্বান জানানো উগান্ডার এমপি সারাহ আচিং ওপেন্ডিকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। নিউইয়র্কে জাতিসংঘের সভায় তার যোগ দেওয়ার কথা ছিল।

নারীদের অবস্থা সম্পর্কিত কমিশনের ৬৮তম অধিবেশনে যোগ দেওয়ার কথা ছিল ওপেন্ডির। তবে কাম্পালায় মার্কিন দূতাবাস ‘প্রশাসনিক’ পর্যালোচনার কথা জানিয়েছে তার ভিসার আবেদন খারিজ করে দেয়।

উগান্ডা উইমেন পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সভাপতি ওপেন্ডি বলেন, ‘২৬ শতাংশ এমপি বিলটির পক্ষে ভোট দিয়েছেন এবং আমি অনেক এমপির বিষয়ে অবগত আছি যারা বিলটিকে সমর্থন দেওয়ার পরেও মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন।’

মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বলেছেন, তারা পৃথক ভিসার বিষয়ে আলোচনা করতে পারবেন না।

ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র উগান্ডার শত শত আইন প্রণেতা এবং তাদের পরিবারের উপর ভিসা বিধিনিষেধ আরোপ করে। এসব আইনপ্রণেতারা সমকামীদের বিরুদ্ধে আনা বিলটিতে সমর্থন দিয়েছিলেন। উগান্ডার প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি স্বাক্ষরিত আইনে সমকামিতার জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া সমলিঙ্গের ‘ক্রিয়াকলাপ’ এ সংক্রান্ত ‘নিয়োগ, প্রচার এবং তহবিল’ সংগ্রহের জন্য ২০ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়